যে কারণে শিশুরা অতিরিক্ত কাঁদে
শিশুর কান্নায় সব মা-বাবাই চিন্তিত হয়ে পড়েন। শিশুর কান্না দ্রুত থামাতে মা-বাবা সাধারণত সব কিছুই করেন। তবে অনেক সময় দেখা যায় শিশু অতিরিক্ত কাঁদছে। মা-বাবা বা অভিভাবকরা অনেক সময় বুঝে ওঠেন না শিশুর কান্নার কারণ। স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট টপ টেন হোম রেমিডি জানিয়েছে শিশুর অতিরিক্ত কান্নার কিছু কারণের কথা। দেখুন তো আপনার শিশুটি এসব কারণেই বেশি কাঁদে কি না?
শিশুর অতিরিক্ত কান্নার একটি বড় কারণ ক্ষুধা। পেট ভালোভাবে না ভরলে শিশু কাঁদতে থাকে।
অনেক মা-বাবাকে দেখা যায় ময়লা ডায়াপার অনেকক্ষণ পরিয়ে রাখে। এতে শিশুর অস্বস্তিবোধ হয়, তখন সে কাঁদে।
ময়লা ডায়াপার অনেকক্ষণ পরিয়ে রাখলে শিশুর র্যাশ হতে পারে। এ থেকে শিশু অনেক সময় বেশি কান্না করে।
শিশুর ছয় থেকে আট মাস হলে সে অনেক সময় বেশি কাঁদতে থাকে। এর কারণ হতে পারে তার দাঁত ওঠা। দাঁত ওঠার সময় অস্বস্তি ও ব্যথা হয়।
শিশু খুব বেশি ক্লান্ত থাকলে কাঁদতে থাকে। এই সময় শিশুর ঘুম প্রয়োজন। ঘুমালে সে স্বস্তি ফিরে পায়।
পেটের গ্যাস হওয়ার কারণে শিশু অনেক সময় অতিরিক্ত কাঁদে। এ রকম হলে শিশুকে উষ্ণ পানি দিয়ে গোসল করান। কিছুটা আরামবোধ করবে।
শিশুরা সাধারণত একা থাকতে পছন্দ করে না। মানুষের মাঝে থাকতে চায়। অনেক সময় অন্য কারো মনোযোগ আকর্ষণের জন্য শিশু কাঁদে।
অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডা লাগলেও শিশু কাঁদে। তাই শিশু এই কারণে কাঁদছে কি না সেটা অভিভাবকদেরই বুঝতে হবে।
অসুস্থ হলেও শিশু কিন্তু অতিরিক্ত কাঁদে। অসুস্থ হলে সাধারণত শিশুরা বিরক্তবোধ করে।
এ ছাড়া অনেক সময় সিনথেটিক কাপড় পরালে গায়ে অস্বস্তিবোধ হয়। এতেও সে কাঁদে।