নবজাতককে গোসল করানোর নিয়ম
নবজাতককে গোসল করানো নিয়ে অনেক অভিভাবকই বেশ দ্বিধাদ্বন্দ্বে থাকেন। কীভাবে গোসল করাবেন? কয় দিন পর পর গোসল করাবেন? গোসল করালে আবার ঠান্ডা লেগে যাবে না তো? এমন হাজারো প্রশ্ন মনে ঘুরপাক খাওয়াই স্বাভাবিক।
নবজাতককে সংক্রমণ থেকে দূরে রাখতে গোসল করানো জরুরি। তবে এর জন্য যে শিশুকে প্রতিদিনই গোসল করাতে হবে, সেটি নয়। নবজাতকের ত্বক খুব নরম ও স্পর্শকাতর হয়। তাই গোসলের বিষয়ে সতর্ক থাকা জরুরি।
জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের প্রেগন্যান্সি অ্যান্ড প্যারেন্টিং বিভাগে প্রকাশিত হয়েছে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন।
বিশেষজ্ঞরা বলেন, নবজাতককে প্রতিদিন গোসল করালে ত্বকের আর্দ্রতা কিছুটা কমে যায় এবং শরীর শুষ্ক, খসখসে হয়ে যায়। তাই শিশুকে সপ্তাহে দুই থেকে তিন দিন গোসল করানোর পরামর্শ দেন তাঁরা। আর যদি প্রতিদিন গোসল করাতেই হয়, তাহলে প্রতিদিন মাথা না ধোয়াই ভালো।
শিশুকে গোসল করাবেন কোন সময়ে, সে বিষয়েও কিন্তু মাকে খেয়াল রাখতে হবে। দিনের প্রথম ভাগে গোসল করিয়ে ফেলাই ভালো। আর শিশুকে গোসল করাতে খুব তাড়াহুড়ো করা যাবে না। সাধারণত হালকা গরম পানি দিয়ে শিশুকে গোসল করানো ভালো।
যেসব দিনে শিশুকে গোসল করাবেন না, সেসব দিনে মুখ-হাত-পা-শরীর ভেজা কাপড় দিয়ে মুছে দিতে পারেন।