বাচ্চা কি শ্বাস নিচ্ছে না?
শিশু জন্মের পর শ্বাস না নিলে সতর্ক হতে হবে। সতর্ক না হলে শিশুর মৃত্যু পর্যন্ত হতে পারে। আবার যারা বেঁচে থাকে, তারা বিকলাঙ্গ, বুদ্ধিপ্রতিবন্ধিতাসহ নানা জতিলতায় পড়ে। তাই সবচেয়ে ভালো হয় কোনো হাসপাতালেই শিশু প্রসব করালে। তবে বাংলাদেশে এখনো শতকরা ৬৭ ভাগ প্রসবই বাড়িতে হয়। এ থেকে জটিলতাও তাই বেশি। আসুন এবার জেনে নেওয়া যাক, জন্মের পর বাচ্চা শ্বাস না নিলে কী করবেন।
তাৎক্ষণিকভাবে করণীয়
পরিষ্কার নরম কাপড় বা তোয়ালে দিয়ে শিশুর সম্পূর্ণ শরীর ভালো করে মুছতে হবে।
নাকে ও মুখে কালচে সবুজ পায়খানা লেগে থাকলে তা আঙুলে কাপড় পেঁচিয়ে পরিষ্কার করতে হবে।
শিশুকে কাত করে পিঠে শিরদাঁড়া বরাবর নিচ থেকে ওপর দিকে বারবার হাতের তালুর নিচের অংশ দিয়ে ঘষতে হবে।
শিশুর রং এবং শ্বাসের দিকে লক্ষ করুন। যদি ঠোঁট, জিহ্বা ও মুখের রং গোলাপি হয় এবং নিয়মিত শ্বাস নিতে থাকে তাহলে শিশুকে মায়ের বুকে দিতে হবে।
তবে স্বাভাবিকভাবে শ্বাস না নিলে কৃত্রিমভাবে শ্বাস নেওয়ানোর ব্যবস্থা করতে হবে। মুখে মুখ লাগিয়ে শ্বাসের ব্যবস্থা করা। এরপর দ্রুত হাসপাতালে নিতে হবে।
জন্মের পর শ্বাস না নিলে যা করা উচিত নয়
পা ওপরে ধরে উল্টা করে নবজাতককে ঝুলানো
বাচ্চাকে থাপড় দেওয়া
বাচ্চার শরীরে ঠান্ডা পানি ছিটানো
বুকের খাঁচায় চাপ দেওয়া
গর্ভফুলকে গরম করা
গর্ভফুলের অপেক্ষায় নবজাতককে ফেলে রাখা
মুখে ও কানে ফুঁ দেওয়া
লেখক : রেজিস্ট্রার, ঢাকা মেডিকেল কলেজ।