ইসরায়েল থেকে ক্ষেপণাস্ত্র কিনতে চায় সৌদি
ইসরায়েলের সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান রাফালের কাছ থেকে ক্ষেপণাস্ত্র ক্রয়ের ইচ্ছা পোষণ করেছে সৌদি আরব। ক্ষেপণাস্ত্র উৎপাদনে ইসরায়েলের ‘রাফাল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমের’ খ্যাতি বিশ্বজোড়া। হিব্রু ভাষার একটি সংবাদমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদ পর্যবেক্ষণ সংস্থা মিডল ইস্ট মনিটর।
ইসরায়েলের প্রতিরক্ষা সাময়িকী গতকালের এক প্রতিবেদনে জানায়, রাফাল থেকে অস্ত্র কেনার আকাঙ্খা পোষণ করেছে সৌদি আরব। যদি ইসরায়েল কর্তৃপক্ষের অনুমোদন পাওয়া যায়, তাহলে তাদের ইউরোপীয় প্রতিনিধি ‘ইউরো স্পাইকের’ মাধ্যমে দেশটির কাছে অস্ত্র সরবরাহ করা হতে পারে।
তবে সাময়িকীটি ইঙ্গিত দিয়েছে যে, সৌদি আরবকে অত্যাধুনিক এসব কমব্যাট অস্ত্র সরবরাহের অনুমোদন দেয়ার ব্যাপার বেশকিছু নানামুখী সমস্যা রয়েছে। ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রণালয় হয়তো সৌদি আরবের কাছে ক্ষেপণাস্ত্র বিক্রির বিষয়টি অনুমোদন করবে না, কারণ একদিন ইসরায়েলি সেনার বিরুদ্ধেই এসব অস্ত্র ব্যবহার করা হতে পারে।
তবে অন্যরমক কথাবার্তাও শোনা যাচ্ছে। অনেকে বলছেন, চুক্তির মাধ্যমে হয়তো সৌদি আরবের কাছে ক্ষেপণাস্ত্র বিক্রি করতে পারে ইসরায়েলে। কেননা এসব ক্ষেপণাস্ত্রের কার্যকারিতা থাকবে দশ বছর পর্যন্ত। আর ইসরায়েল কর্তৃপক্ষের প্রত্যাশা, এই সময়ের মধ্যে সৌদির সঙ্গে তাদের কোনো দ্বন্দের সম্ভাবনা নেই।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, সৌদি আরব অস্ত্র কেনার ক্ষেত্রে বিচিত্র উৎসের খোঁজ করছে। বর্তমানে রাজতন্ত্রের শাসনাধীন দেশটির কাছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কেনা ট্যাংক বিধ্বংশী টিওডব্লিউ ক্ষেপণাস্ত্র রয়েছে। ২০১৭ সাল থেকে মার্কিন কোম্পানি রেথনের কাছ থেকে এই ক্ষেপণাস্ত্র আমদানি শুরু করে সৌদি আরব।