মিলনের গণসংযোগ
কামরাঙ্গীরচরে গণসংযোগ চালিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন।
মঙ্গলবার দিনব্যাপী কামরাঙ্গীরচরের বনগ্রাম, খোলা মোড়া, ঝাউলা হাটি চৌরাস্তা, মাতবর বাজার, মুন্সী হাটি, টেকের হাট, ঝাউচর, চান মসজিদ, আলী নগর, নবীনগর, হুজুর পাড়া এলাকায় লাঙলে ভোট চেয়ে গণসংযোগ ও প্রচারণায় অংশ নেন তিনি। গণসংযোগকালে বেশ কয়েকটি পথসভায় বক্তব্য রাখেন মিলন। গণসংযোগকালে মিলনের সঙ্গে জাতীয় পার্টির কোনো কেন্দ্রীয় নেতাকে দেখা যায়নি।
পথসভাগুলোতে ভোটারদের কাছে ভোট চেয়ে মিলন বলেন, লাঙল মার্কায় ভোট দিলে নগরবাসী শান্তিতে থাকবে। মানুষ নিরাপত্তা চায়। বিএনপি-আওয়ামী লীগ সে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। নাগরিকদের নাগরিক সুবিধা দেয়া হচ্ছে না। অথচ প্রতিবছর করের বোঝা বাড়ছে। ঢাকাবাসী প্রতি হাজার হাজার কোটি টাকা ট্যাক্স দিলেও দৃশ্যমান উন্নয়ন চোখে পড়ে না।
ভোটারদের উদ্দেশে তিনি আরও বলেন, আপনারা লাঙল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করলে আমি আপনাদের বাসযোগ্য ও শান্তিপূর্ল ঢাকা উপহার দেব।
গণসংযোগকালে হাজী মিলনের দুই ছেলে রাকিব উদ্দিন আবির, শাকিব উদ্দিন শিফান এবং মহানগর জাপা নেতা আকতার হোসেন আউয়াল, কামাল হোসেন, মকবুল হোসেন, শারাফত হোসেন জুয়েল, রাহাদ ইসলাম, তানভীর কলিমুল্লাহ জিতুসহ জাপার স্থানীয় বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।