ভারতে ৮ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে অ্যামাজন

ভারতে ছোট ও মাঝারি শিল্পকে ডিজিটাল বানাতে এক বিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৮ হাজার কোটি টাকা) বিনিয়োগ করার ঘোষণা দিয়েছে বিশ্বের প্রধান ই-কমার্স কোম্পানি অ্যামাজন। বুধবার একটি অনুষ্ঠানে অংশ নিয়ে এ ঘোষণা দেন অ্যামাজনের প্রধান জেফ বেজোস।

বেজোস বলেন, ২০২৫ পর্যন্ত ১০ বিলিয়ন ডলারের মেক ইন ইন্ডিয়ার উৎপাদিত দ্রব্য আমদানি করবে তার কোম্পানি। ২১ শতাব্দীরে ভারত – আমেরিকার বন্ধুত্ব সব থেকে গুরুত্বপূর্ণ হবে।

এ সপ্তাহ ভারতেই থাকবেন বেজোস। তিনি শীর্ষ সরকারি কর্মকর্তা, শিল্পপতি ও এসএমবি শিল্পপতিদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

ফোর্বস ২০১৯ সালের বিশ্বসেরা ধনীর যে তালিকা প্রকাশ করে, সে অনুযায়ী বিশ্বের সেরা ধনীর তালিকায় নিজের শীর্ষ অবস্থান ধরে রেখেছেন জেফ বেজোস। অনলাইন জায়ান্ট অ্যামাজনের প্রতিষ্ঠাতা বেজোসের এক বছরের ব্যবধানে সম্পদ বেড়েছে ১ হাজার ৯০০ কোটি ডলার। ফোর্বস-এর হিসাবে ২০১৮ সাল শেষে জেফ বেজোসের সম্পদের পরিমাণ দাঁড়ায় ১৩ হাজার ১০০ কোটি ডলারে। আগের বছর যার পরিমাণ ছিল ১১ হাজার ২০০ কোটি ডলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *