সর্বোচ্চ ঋণভারে বিশ্ব

গত বছরের প্রথম তিন প্রান্তিকে বৈশ্বিক ঋণের পরিমাণ বছরওয়ারি ৯ দশমিক ৬ ট্রিলিয়ন ডলার বেড়ে প্রায় ২৫৩ ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা সর্বকালের সর্বোচ্চ। ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল ফিন্যান্স (আইআইএফ) সোমবার তাদের গ্লোবাল ডেট মনিটর প্রতিবেদনে এ তথ্য জানায়। খবর ব্লুমবার্গ, সিএনএন বিজনেস।

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানটি বলছে, বিপুল এ ঋণের কারণে বৈশ্বিক ঋণ-জিডিপির অনুপাত দাঁড়িয়েছে ৩২২ শতাংশ, যা ২০১৬ সালের সর্বোচ্চ হারকেও ছাড়িয়ে গেছে। বিশাল অংকের এ ঋণের প্রায় অর্ধেকই ছিল অগ্রসর অর্থনীতিগুলোর, যাদের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তাদের ঋণ-জিডিপির অনুপাত দাঁড়িয়েছে ৩৮৩ শতাংশ।

বৈশ্বিক ঋণ বৃদ্ধিতে অনেকগুলো দেশের ভূমিকা রয়েছে। নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড ও নরওয়ের মতো দেশগুলোয় খানা ঋণ বেড়েছে। যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার ঋণ-জিডিপির অনুপাত ছিল সর্বকালের সর্বোচ্চ। যেসব দেশে ঋণ-জিডিপির অনুপাত রেকর্ড সর্বোচ্চে পৌঁছেছে, সেগুলো হচ্ছে বেলজিয়াম, ফিনল্যান্ড, ফ্রান্স, লেবানন, নিউজিল্যান্ড, নাইজেরিয়া, নরওয়ে, সুইডেন ও সুইজারল্যান্ড।

উদীয়মান দেশগুলোয় ঋণের পরিমাণ গত বছরের তৃতীয় প্রান্তিকে ৭২ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, ২০১৮ সালের তৃতীয় প্রান্তিকে যা ছিল ৬৬ দশমিক ১ ট্রিলিয়ন ডলার। উদীয়মান অর্থনীতিগুলোর ঋণের পরিমাণ কিছুটা কম হলেও সাম্প্রতিক বছরগুলোয় তা বাড়ছে বলে জানায় আইআইএফ। এক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে চীন, যাদের ঋণ জিডিপির অনুপাত পৌঁছেছে ৩১০ শতাংশে। ২০১৭ ও ২০১৮ সালে ঋণভার কমাতে চীনা কোম্পানিগুলোর প্রয়াস সত্ত্বেও গত বছর তা ফের বাড়ল। চীনের সরকারি ঋণের পরিমাণ ২০০৯ সালের পর সর্বোচ্চ হারে বেড়েছে।

আইআইএফ আরো জানায়, জিবুতি, তাজিকিস্তান, মঙ্গোলিয়া, উজবেকিস্তান, মালদ্বীপ, কেনিয়া ও পাকিস্তানে সরকারি ঋণের পরিমাণ ফুলেফেঁপে ওঠার পেছনে বড় ভূমিকা পালন করেছে চীন থেকে প্রত্যক্ষ ঋণ সংগ্রহ।

বিশ্বব্যাপী ক্রমবর্ধমান এ ঋণের বোঝা বৈশ্বিক অর্থনীতির জন্য প্রকৃত হুমকি হিসেবে দেখছে আইআইএফ। তাদের আশঙ্কা, চলতি বছরও এ প্রবণতা অব্যাহত থাকতে পারে।

ওয়াশিংটনভিত্তিক প্রতিষ্ঠানটি বলছে, নিম্ন সুদহার ও দুর্বল আর্থিক পরিস্থিতির কারণে ২০২০ সালের প্রথম প্রান্তিকে বৈশ্বিক ঋণের পরিমাণ ২৫৭ ট্রিলিয়ন ডলার ছাড়াতে পারে।

গত বছর তিনবার সুদহার কর্তন করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। এদিকে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের (ইসিবি) বেঞ্চমার্ক সুদহারও অর্থনৈতিক সংকট-পরবর্তী সর্বনিম্ন ছিল।

ইতিবাচক ঋণ পরিস্থিতি বিরাজ করলেও পুনঃঅর্থায়নের (রিফিন্যান্সিংয়ের) ঝুঁকি অনেক। ২০২০ সালে ১৯ ট্রিলিয়ন সিন্ডিকেটেড লোন ও বন্ড ম্যাচিউর হচ্ছে। সবগুলো ঋণ যে পুনরায় ফেরত দেয়া হবে বা পুনঃঅর্থায়ন হবে তার সম্ভাবনা খুবই কম।

প্রতিবেদনে আরেকটি বড় ঝুঁকির কথা এসেছে, তা হলো জলবায়ু পরিবর্তনের বিপরীতে আর্থিক ব্যয়ের বিষয়টি। জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে অবকাঠামো খাতে ২০৩০ সালের মধ্যে ৪২ ট্রিলিয়ন ডলার বিনিয়োগ আবশ্যক। যেসব দেশের ঋণগ্রহণের সুযোগ সীমিত, তাদের পক্ষে ওই পরিমাণ বিনিয়োগ করা কঠিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *