দশকের বিশ্বসেরা টেস্ট একাদশে মুশফিক
গত এক দশকে বাংলাদেশের ক্রিকেটে বিশেষ করে টেস্ট ফরমেটে মুশফিকুর রহীমের যে অবদান, সেটি আসলে শব্দ দিয়ে বর্ণনা করা কঠিন। তবে জাতীয় দলের উইকেটরক্ষক এই ব্যাটসম্যান শুধু দেশেরই নয়, বিশ্বজুড়ে ক্রিকেট বিশ্লেষকদেরও প্রশংসার চোখে ধরা পড়েছেন।
এই বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস থাকা উচিত কি না, একটা সময় যে অস্ট্রেলিয়া এমন ডাক তুলতো, সেই অস্ট্রেলিয়ারই গণমাধ্যম এখন আলাদা করে দেখে বাংলাদেশের কয়েকজন খেলোয়াড়কে। অস্ট্রেলিয়ার শক্তিশালী গণমাধ্যম ফক্স স্পোর্টসের দশকসেরা একাদশ নির্বাচনে যেমনটা দেখা গেল।
গত এক দশকের পারফরম্যান্সের নিরিখে বিশ্বসেরা টেস্ট একাদশ নির্বাচন করেছে ফক্স স্পোর্টস। যেখানে বিজে ওয়াটলিং, দিনেশ চান্দিমালদের পেছনে রেখে মুশফিকুর রহীমকে সেরা নির্বাচন করেছে তারা।
ফক্স স্পোর্টস এটাও ধরে নিয়েছে, কোহলি-সাঙ্গাকারা-স্মিথদের সঙ্গে একাদশে বাংলাদেশের মুশফিকুর রহীমকে বেছে নিলে সমালোচনায় পড়তে হতে পারে। তারপরও গত এক দশকে মুশফিকের পারফরম্যান্স বিশেষ করে দলের হয়ে অবদান রাখার বিষয়টিকে আলাদা করে আমলে আনা ছাড়া উপায় ছিল না বলে মনে করছে অস্ট্রেলিয়ার এই গণমাধ্যম।
গত এক দশকে টেস্টে ছয় সেঞ্চুরিতে ৪১ এর কাছাকাছি গড়ে ২৮৪০ রান করেছে মুশফিক। মূলত একজন উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবেই সেরা একাদশের দৌড়ে ছিলেন মুশফিকুর রহিম। শেষ পর্যন্ত সাহস দেখিয়ে তাকেই বেছে নিয়েছে ফক্স স্পোর্টস।
বাংলাদেশ থেকে দশকসেরা একাদশে প্রতিনিধি এই একজনই। তামিম ইকবাল ব্যক্তিগত পারফরম্যান্সে উদ্ভাসিত হলেও ডেভিড ওয়ার্নার, অ্যালিস্টার কুকের ওপেনিং জুটিতে ভাগ বসাতে পারেননি।
ফক্স স্পোর্টসের এই দশকসেরা একাদশে অলরাউন্ডার কোটায় সাকিব আল হাসান হয়তো বিবেচনায় আসতেন। তবে সম্ভবত ম্যাচ গড়াপেটার তথ্য গোপন করে তার নিষিদ্ধ হওয়ার বিষয়টি নেতিবাচক প্রভাব ফেলেছে এখানে। ভালোমানের কোনো অলরাউন্ডার জায়গা পাননি ফক্স স্পোর্টসের এই একাদশে। জায়গা হয়েছে রবিচন্দ্রন অশ্বিনের।
ফক্স স্পোর্টসের দশকসেরা একাদশ : অ্যালিস্টার কুক, ডেভিড ওয়ার্নার, কুমার সাঙ্গাকারা, স্টিভন স্মিথ, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, মুশফিকুর রহীম, রবিচন্দ্রন অশ্বিন, ডেল স্টেইন, জেমস অ্যান্ডারসন, কাগিসো রাবাদা।
দ্বাদশ খেলোয়াড় : কেন উইলিয়ামসন।