হাত-পায়ে ৩২ আঙুল

পায়ের পাতায় ২০টি এবং হাতে ১২টি আঙুল নিয়ে জন্মেছিলেন ভারতের ওড়িষার গঞ্জাম জেলার নায়ক কুমারী। চিকিৎসাশাস্ত্রে একে বলে পলিড্যাকটিলি। অতি দারিদ্র্যে, অর্থাভাবে এর চিকিৎসা করিয়ে উঠতে পারেননি ৬৩ বছরের এ বৃদ্ধা। তার জেরে গ্রামবাসীদের চোখে তিনি ডাইনি!

গ্রামবাসীদের নিত্য গঞ্জনা শুনতে শুনতে নিজের জীবনের ওপর বীতশ্রদ্ধ নায়ক কুমারীর। আক্ষেপ করে তিনি জানান, তার জন্মের জন্য তো তিনি দায়ী নন! আজন্ম তিনি এ রকমই, অস্বাভাবিক। প্রকৃতির খেয়ালে এবং অর্থাভাবে তিনি নিজের বিকৃত শরীর স্বাভাবিক করতে কোনও ব্যবস্থাও নিতে পারেননি। তার জন্য তাকে এভাবে ডাইনি অপবাদ শুনতে হবে!

তিনি আরও জানিয়েছেন, নিজেকে সবার চোখের আড়ালে রাখতে তাই বেশির ভাগ সময় গৃহবন্দি হয়ে থাকেন তিনি।

সূত্র : এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *