পেট্রোবাংলা ভবনে আগুন
রাজধানীর কারওয়ান বাজারে পেট্রোবাংলা ভবনে আগুন লেগেছে। শনিবার সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ বলেন, সকাল ৯টা ২৬ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর থেকে পুরো এলাকায় ধোয়ায় আচ্ছন্ন হয়েছে। এসময় আশেপাশের রাস্তায় যান চলাচল বিঘ্নিত হতে দেখা গেছে।