৬ রানে অলআউট মালদ্বীপ

একের পর এক ম্যাচে নাকানি-চুবানি খেয়েছে মালদ্বীপের মেয়েরা। এসএ গেমসে ক্রিকেট খেলতে এসে তারা হয়তো ব্যাট ধরা শিখেছে কিংবা বল ছুড়ে মারা শিখেছে। এর চেয়ে বেশি কিছু নয়।

না হয়, নেপালের কাছে ১৬ রানে, শ্রীলঙ্কার কাছে ৩০ রানে অলআউট হওয়ার পর এবার বাংলাদেশের কাছে অলআউট হলো মাত্র ৬ রানে। বাংলাদেশের জয় ২৪৯ রানের বিশাল ব্যবধানে। বুধবার শ্রীলঙ্কার কাছেও ২৪৯ রানে হেরেছিল তারা।

বাংলাদেশের ছুঁড়ে দেয়া ২৫৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে খেলেছে ১২ ওভার। রান করেছে কেবল ৬। তাতেই অলআউট হয়ে গেছে দ্বীপ দেশটির মেয়েরা।

টস জিতে ব্যাট করতে নেমে জোড়া সেঞ্চুরি উপহার দেন বাংলাদেশের নিগার সুলতানা এবং ফারজানা হক। ১৯ রানের মধ্যে দুই ওপেনার বিদায় নেয়ার পর জুটি বাধেন নিগার এবং ফারজানা।

মালদ্বীপের বোলারদের এরপর তুলোধুনো করতে থাকেন নিগার-ফারজানা। দু’জনের ব্যাট থেকে আসে ২৩৬ রানের বিশাল জুটি। ৬৫ বলে ১১৩ রানে নিগার সুলতানা এবং ৫৩ বলে ১১০ রানে অপরাজিত থাকেন ফারজানা হক। নিগার সুলতানা ১৪টি বাউন্ডারির সঙ্গে ছক্কা মারেন ৩টি। ফারজানা হক বাউন্ডারি মারেন ২০টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *