যে কারণে রং ফর্সাকারী পণ্য ব্যাবহার করবেন না

অনেকে কেবল ফর্সা মানেই সৌন্দর্য বুঝে থাকেন। আর এ জন্য বিভিন্ন ধরনের রং ফর্সাকারী পণ্য ব্যবহার করেন। তবে এসব পণ্য ত্বকের ক্ষতি করতে পারে।

বর্তমানে তিনি শিওর সেল মেডিকেলে পরামর্শক হিসেবে কর্মরত।

প্রশ্ন : ত্বক সুন্দরের ক্ষেত্রে কী করতে হবে?

উত্তর : আমার কাছে যখন রোগী আসে, তখন আমি তিনটি প্রশ্ন করি। আপনি কি কোনো রুটিন মেনে চলছেন? এটি কি আপনার ত্বকের সঙ্গে সমন্বয় করছে? তৃতীয় প্রশ্ন আপনার রুটিনের লক্ষণ কী?

তবে দুর্ভাগ্যবশত আমার কাছে একটি উত্তর আসে, আমি ফর্সা হতে চাই। ফর্সা হওয়া মানে সৌন্দর্য। এটি থেকে বের হতে পারছে না অনেকে। আমার সমাজ এর জন্য দায়ী। কিন্তু আমি তাদের বলতে চাই, ফর্সা মানে সুন্দর ত্বক নয়। সুস্থ ত্বক মানেই সুন্দর ত্বক।

এ কারণে আমরা রং ফর্সাকারী কোনো ক্রিম বা পণ্যে আসক্ত হবো না। কারণ, এই রং ফর্সাকারী পণ্য ব্যবহারের কারণে তাদের ত্বকে নানা অ্যালার্জি হচ্ছে, র‍্যাশ দেখা দিচ্ছে। অনেক সময় রং ফর্সাকারী ক্রিমে স্ট্রেরয়েড থাকে, দীর্ঘদিন ব্যবহারে ত্বকের চামড়া পাতলা হতে থাকে। এর পরও থাকে নানা রকম কারসিনোজেনিক উপাদান। এগুলো ব্যবহারের কারণে ত্বকে ক্যানসার হওয়ার আশঙ্কা থাকে।

ডা. তাওহীদা রহমান ইরিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *