উচ্চগতির ইন্টারনেট পাচ্ছে ৭৭২ দুর্গম ইউনিয়ন

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে উচ্চগতির ইন্টারনেট স্থাপনে ৮টি বিভাগের ৭৭২টি দুর্গম ইউনিয়নে ফাইবার অপটিক স্থাপনে অপটিক্যাল ফাইবার ক্রয় প্রস্তাবে সায় দিয়েছে সরকার। এ সংক্রান্ত একটি ক্রয় প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে।

বুধবার কমিটির আহ্বায়ক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে অর্থমন্ত্রী বলেন, ইউনিয়ন পর্যায়ে নেটওয়ার্ক কানেকটিভিটি স্থাপনের কাজ দ্রুত বাস্তবায়নে ‘দুর্গম এলাকায় তথ্য প্রযুক্তি নেটওয়ার্ক স্থাপন (কানেকটেড বাংলাদেশ)’ শীর্ষক প্রকল্প গত জুলাই মাসে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ‘সামাজিক দায়বদ্ধতা তহবিল’ ব্যবস্থাপনা কমিটির ৪র্থ সভায় অনুমোদিত হয়।

তিনি জানান, সরাসরি ক্রয় পদ্ধতিতে রাষ্ট্রীয় মালিকাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড থেকে ৮ হাজার ১০৬ কিলোমিটার অপটিক্যাল ফাইবার কেবল একশ ১০ কোটি ৭৩ লাখ ২৪ হাজার টাকায় কিনবে সরকার। তথ্য ও যোগাযাগ প্রযুক্তি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিবি) এ প্রকল্প বাস্তবায়ন করবে।

এছাড়া বৈঠকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বাস্তবায়নাধীন ‘বাংলাদেশ আঞ্চলিক অভ্যন্তরীণ নৌপরিবহন প্রকল্প-১ (চট্টগ্রাম-ঢাকা-আশুগঞ্জ ও সংযুক্ত নৌপথ খনন এবং টার্মিনালসহ আনুষঙ্গিক স্থাপনাদি নির্মাণ)’ শীর্ষক প্রকল্পের আওতায় বুদ্ধিবৃত্তিক ও পেশাগত সেবা কাজের জন্য বিশেষজ্ঞ প্রতিষ্ঠান নিয়োগের ক্রয় প্রস্তাব অনুমোদ দেয় ক্রয় সংক্রান্ত কমিটি। এতে ব্যয় হবে ৩৩ কোটি ৮২ লাখ ৬৭ হাজার ৩৩১ টাকা।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোসাম্মৎ নাসিমা বেগম সাংবাদিকদের জানান, বিশেষজ্ঞ প্রতিষ্ঠান নিয়োগের জন্য আগ্রহপত্র জারি করা হলে ২৪টি প্রতিষ্ঠান ইওআই দাখিল করে। সংক্ষিপ্ত তালিকাভুক্ত ৬টি প্রতিষ্ঠানের মধ্য থেকে পিউসি কর্তৃক নেগোসিয়েশনের ভিত্তিতে সুপারিশকৃত জয়েন্ট ভেনচার অব রামবল ডেনমার্ক এ/এস, ডেনমার্ক অ্যান্ড ডেভেলেপমেন্ট ডিজাইন কনসালটেন্ট লিমিটেড বাংলাদেশকে পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *