সুমন খানের জোড়া আঘাটে চাপে পাকিস্তান
প্রাণ ফ্রুটো ইমার্জিং এশিয়া কাপের চলতি আসরে শুরু থেকেই দারুণ বোলিং করছেন সুমন খান। ডানহাতি এই পেসার ফাইনালের গুরুত্বপূর্ণ মঞ্চেও সাফল্য এনে দিলেন বাংলাদেশকে।
ইনিংসের পঞ্চম ওভারেই প্রথম আঘাত সুমনের। তার দুর্দান্ত এক ডেলিভারি বুঝতে না পেরে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন উমর ইউসুফ (৪)। তারপরও আরেক ওপেনার হায়দার আলি ঠিকই ভয়ংকর হয়ে উঠছিলেন। ২৩ বলে ২৬ রান করা এই ওপেনারকে নাইম শেখের ক্যাচ বানান সুমন।
এই রিপোর্ট লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৮ ওভারে ২ উইকেট হারিয়ে ৪২ রান। রোহাইল নাজির ৯ আর ইমরান রফিক শূন্য রানে অপরাজিত আছেন।
সকালে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রাণ ফ্রুটো ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে টস জিতেছে বাংলাদেশ ইমার্জিং দল। প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, পাকিস্তানকে পাঠিয়েছেন ব্যাটিংয়ে।