বাপা ফুডপ্রোর সমাপনী আজ
সপ্তম ‘বাপা ফুডপ্রো ইন্টারন্যাশনাল এক্সপো ২০১৯’-এর আয়োজন শেষ হচ্ছে শনিবার (২৩ নভেম্বর)। গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র বসুন্ধরায় (আইসিসিবি) এই আয়োজন শুরু হয়।
মেলা আয়োজক কমিটির সভাপতি এবং প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহসান খান চৌধুরী জানান, মেলার সমাপনী অনুষ্ঠান শনিবার বিকেল ৪টায় আইসিসিবিতে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসবে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশন (বাপা) এবং রেইনবো এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড (রিমস) এই আয়োজন করেছে।
সরাসরি ফুড প্রসেসিং খাতের সঙ্গে যুক্ত দেশি-বিদেশি কোম্পানিগুলো মেলায় অংশগ্রহণ করেছে।
প্রতিবারই বিভিন্ন আন্তর্জাতিক, দেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণ এবং দর্শনার্থীদের অভূতপূর্ব সাড়া মেলেছে এই মেলায়। এ মেলার সঙ্গে ‘৯ম অ্যাগ্রো বাংলাদেশ এক্সপো ২০১৯’ এবং ‘ষষ্ঠ রাইস অ্যান্ড গ্রেইনটেক এক্সপো ২০১৯’ নামে আরও দুটি মেলা হয়েছে।