এলডিপিতে থেকে অলি আহমদকে অব্যাহতি!
লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) থেকে কর্নেল (অব.) অলি আহমদকে অব্যাহতি দিয়ে নতুন কমিটি ঘোষণা হচ্ছে শিগগিরই। নতুন কমিটিতে সভাপতি থাকছেন আব্দুল করিম আব্বাসী এবং মহাসচিব পদে শাহাদৎ হোসেন সেলিম।
গতকাল শনিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে এলডিপির কয়েকজন নেতারা একত্রে বৈঠক করেন।
বৈঠক সূত্র জানায়, এলডিপি সভাপতি অলি আহমদ গত ৯ নভেম্বর সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছেন। তার দাম্ভিকতায় নেতারা ক্ষুব্দ, এ কারণে তারা আজ বৈঠক করেন। বৈঠকে আব্দুল করিম আব্বাসী এবং শাহাদৎ হোসেন সেলিমের নেতৃত্বে গঠনতন্ত্র মোতাবেক নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। এলডিপি থেকে অলি আহমদসহ কয়েকজনকে অব্যাহতি দেয়া হবে। বার্ধক্যজনিত কারণে তারা রাজনীতি তথা দলের মধ্যে ভূমিকা রাখতে পারছেন না।
ক্ষুব্দ নেতাদের এ বৈঠকে উপস্থিতি ছিলেন শাহাদৎ হোসেন সেলিম। এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা বৈঠক করে আজ একটা সিদ্ধান্ত নিয়েছি। সোমবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবে এলডিপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হবে। ওই সংবাদ সম্মেলনে আমরা দলের সার্বিক বিষয়ে জাতির সামনে স্পষ্ট করব।