খালেদা জিয়ার শারীরিক জানাবে বিএসএমএমইউ
দুর্নীতি মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ। সোমবার (২৮ অক্টোবর) দুপুর ১টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্প্রতি বিএসএমএমইউতে কারাবন্দি অবস্থায় চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে স্বজনরা সাক্ষাৎ শেষে গণমাধ্যমে অভিযোগ করেন। তারা বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো না এবং তার যথাযথ চিকিৎসা হচ্ছে না। একই অভিযোগ করেন বিএনপির সিনিয়র নেতারাও। তারা খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবি করেন।
খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম জিয়ার শারীরিক অবস্থা শুধু খারাপই নয়, তার অবস্থা এখন অত্যন্ত সংকটাপন্ন। জামিনে মুক্তি পেলে চিকিৎসা কোথায় করাবেন সে সিদ্ধান্ত তিনিই (খালেদা জিয়া) নেবেন।
মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়ার জীবন আজ হুমকির সম্মুখীন। তিনি সুস্থ অবস্থায় আর ফিরে না আসার সম্ভাবনা দেখা দিয়েছে। সুস্থ অবস্থায় বেগম জিয়া কারাগারে যান। কিন্তু আজ তিনি বিছানা থেকে উঠতে পারছেন না। নিজের খাবার নিজে খেতে পারছেন না। হাঁটতে পারেন না। যে হাসপাতালে তিনি রয়েছেন সেখানে তাকে সঠিক চিকিৎসা দেয়া হচ্ছে না।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাবন্দি হন বেগম খালেদা জিয়া। চলতি বছরের ১ এপ্রিল তার স্বাস্থ্যের অবনতি হলে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।