এনবিআর এর কর্মকর্তাদের শাড়ি উপহার দিলেন অর্থমন্ত্রী
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য, মহাপরিচালক ও কমিশনার পদমর্যাদার ১১ জন নারী কর্মকর্তাকে শাড়ি উপহার দিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
রোববার রাজধানীর সেগুনবাগিচায় এনবিআর সম্মেলন কক্ষে রাজস্ব আদায় পরিস্থিতি নিয়ে এক সভার শুরুতে এ উপহার দেন অর্থমন্ত্রী।
উপহার দেয়ার সময় মুস্তফা কামাল বলেন, ‘এখানে চয়েসের কোনো ব্যবস্থা নেই। যার ভাগে যেটা পড়েছে সেটাই।’
এ উপহারের কারণ ব্যাখ্যা করে অর্থমন্ত্রী বলেন, ‘এ গিফটের একটা রহস্য আছে। রহস্যটা হলো আমাদের প্রফেট (স.) বলেছেন, তোমরা গিফট দেবে এবং গিফট নেবে।’
পরে সভায় চলতি অর্থবছরের প্রথম দুই মাসের (জুলাই-আগস্ট) রাজস্ব আদায়ের চিত্র তুলে ধরা হয়। এতে রাজস্ব আদায় পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন অর্থমন্ত্রী।
সভায় জানানো হয়, গত অর্থবছরের একই সময়ের তুলনায় এবার ৯৫৯ কোটি টাকা বেশি আদায় হয়েছে। রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি ৩ শতাংশের কিছুটা বেশি। কিন্তু প্রায় ৪৫ শতাংশ প্রবৃদ্ধি ধরে চলতি অর্থবছরে ৩ লাখ ২৫ হাজার ৬০০ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য রয়েছে।
রাজস্ব আদায় সম্পর্কে সভায় অর্থমন্ত্রী বলেন, ‘বাজেটে যে লক্ষ্য নির্ধারিত হয়েছে, তা-ই আদায় করতে হবে। বাজেট দাঁড়ি, কমাসহ বাস্তবায়ন করতে হবে। আপনারাই (রাজস্ব কর্মকর্তা) বাজেটের আগে এই লক্ষ্যের কথা জানিয়েছিলেন।’
- সাবমেরিন ক্যাবলে ১ লাখ ৩০ হাজার টাকা বেতনে চাকরির সুযোগ
- পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে ২৫ জনের চাকরির সুযোগ
- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে চাকরি
- সেতু কর্তৃপক্ষে ২৭,১০০ টাকা বেতনে চাকরি
- ব্যাংক এশিয়ায় এরিয়া ইনচার্জ পদে চাকরি
- বাংলাদেশ হোন্ডা লিমিটেডে চাকরি
- লাল তীর সীড লিমিটেডে চাকরির সুযোগ
- ২৫৯ জনকে চাকরি দিচ্ছে পিজিসিবি
- আবুল খায়ের গ্রুপে অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ
- বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে ২৭ জনের চাকরির সুযোগ
- অর্ধশতাধিক চাকরি দিচ্ছে বিএসএমএমইউ