পিত্তথলিতে ১২ হাজার পাথর
মানুষের পিত্তথলিতে সচরাচর পাথর পাওয়ার কথা শোনা যায়। পাথরের সংখ্যা ১০টা, ২০টা কিংবা সর্বোচ্চ ১০০টিই হতে পারে। তাই বলে এক মানুষের পিত্তথলিতেই ১২ হাজার পাথর! ঘটনাটি ঘটেছে ভারতের কলকাতার এক নারীর পিত্তথলিতে। ওই নারীর পিত্তথলিতে অস্ত্রোপচার করার পর সেখানে ১১ হাজার ৯৫০টি পাথর পান চিৎিসকরা। কলকাতার এসএসকেএম হাসপাতালে ওই নারীর অস্ত্রোপচার হয়।
মিনতি মন্ডল নামে ওই নারীর বাড়ি দক্ষিণ ২৪ পরগণার বারুইপুরে। গতকাল সকালে তার অস্ত্রোপচার হয়। এর দায়িত্বে ছিলেন চিকিৎসক মাখনলাল সাহা ও তার সহকর্মীরা।
এত সংখ্যক পাথর দেখে তাদের সবার চোখ কপালে ওঠে। পাথরগুলো অবশ্য ছোট ছোট পুঁতির মতো যা বের করতে রীতিমতো হিমশিম খেতে হয় ডাক্তারদের।
এ বিষয়ে চিকিৎসক মাখনলাল সাহা বলেন, ‘এর আগে পিত্তথলি থেকে ৩ হাজার ১১০টি পাথর বের করার ঘটনা ঘটেছে। এবার সেই রেকর্ড ভেঙেছে।