মাকড়সা আতংকে আমেরিকা
মাকড়সা আতঙ্কে বিশ্বের অন্যতম পরাশক্তি আমেরিকা। লক্ষ লক্ষ মাকড়সা আমেরিকার মেমফিস শহরে ঢুকে পড়ছে। ছড়িয়ে পড়ছে ওই শহরের ঘরে ঘরে। কাজ হচ্ছে না কিটনাশকেও। যার জেরে রীতিমতো ঘর ছেড়ে পালানোর জোগাড় হয়েছে তাঁদের।
মেমফিস জু-র কিউরেটর স্টিভ রেইচলিং জানান, এতে আতঙ্কের কিছুই নেই। ‘মাস ডিসপারসল’ বা এক সঙ্গেই ছড়িয়ে পড়ার জন্যই এই ঘটনা। তবে মাকড়সার এই প্রজাতি সম্পূর্ণ অক্ষতিকারক। তবে কী কারণে তাদের হঠাৎ মাস ডিসপারসল হয়েছে তা অবশ্য এখনও জানা যায়নি।
তবে কিউরেটর যাই বলুন না কেন। মাকড়সা নিয়ে নাস্তানাবুদ শহরের বাসিন্দারা। বিশেষ করে বাচ্চাদের নিয়ে উদ্বিগ্ন তাঁরা। বিছানার ওপর, খাবার টেবিলে, বইয়ের টেবিলে সর্বত্র ঘুরে বেড়াচ্ছে শত শত মাকড়সা। ইদা মরিস নামে এক বাসিন্দা বলেন, ”যেখানেই তাকাই মাকড়সার দল ঘুরে বেড়াচ্ছে। কিছুতেই তাড়ানো যাচ্ছে না। ঘরে থাকতে ভয় পাচ্ছি।”