আয়কর কমলো পাটজাত শিল্পপ্রতিষ্ঠানের
পাটজাত পণ্য উৎপাদনে নিয়োজিত শিল্পপ্রতিষ্ঠানের আয়কর কমিয়ে সর্বোচ্চ ১০ শতাংশ নির্ধারণ করেছে সরকার। এনবিআর সূত্রে জানা গেছে, পাটজাত পণ্যের কোম্পানি ছাড়া অন্য খাতের কোম্পানির এ করহার ২৫ শতাংশ থেকে ৪৫ শতাংশ নির্ধারণ করা আছে।
অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়ার ৩ অক্টোবর স্বাক্ষরিত এ-সংক্রান্ত প্রজ্ঞাপন সোমবার জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স, ১৯৮৪ এর ক্ষমতাবলে সরকার পাটজাত দ্রব্য উৎপাদনে নিয়োজিত কোনো শিল্পপ্রতিষ্ঠানের কেবল উক্ত শিল্প হতে অর্জিত আয়ের ক্ষেত্রে ২০২০-২১, ২০২১-২২ এবং ২০২২-২৩ করবর্ষের জন্য প্রযোজ্য আয়করের হার নিম্নরূপে হ্রাস করে নির্ধারণ করা হলো।
এগুলো হচ্ছে- কোম্পানি করদাতার ক্ষেত্রে আয়করের হার হবে ১০ শতাংশ; এবং কোম্পানি ব্যতীত অন্যান্য করদাতার ক্ষেত্রে আয়করের সর্বোচ্চ হার হবে ১০ শতাংশ।