৩০ মিনিটে যুক্তরাষ্ট্রে আঘাত হানবে চীনা ক্ষেপণাস্ত্র

স্টাফ রিপোর্ট

অত্যাধুনিক ক্ষেপনাস্ত্র তৈরি করেছে চীন। মাত্র ৩০ মিনিটে যা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। দেশটিতে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার নয়া এই ক্ষেপণাস্ত্রটি উন্মোচন করবে চীনা সরকার।

যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের রাজনৈতিক, সামরিক এবং অর্থনৈতিক টানাপড়েন এখন চরমে। পৃথিবীর প্রথম ও দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশের মধ্যে এখন বাণিজ্য যুদ্ধ চলছে। তার মধ্যেই নিজেদের সামরিক সক্ষমতার প্রদর্শন হিসেবে এই ক্ষেপণাস্ত্র উন্মোচন করতে যাচ্ছে বেইজিং।

চীনা গনমাধ্যমের খবর অনুযায়ী চীনের অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্রের নাম ডংফেং-৪১। চীনা কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সামরিক কুচকাওয়াজের আয়োজনে ১৫ হাজার সেনা, ১৬০টি যুদ্ধবিমান এবং ৫৮০টি সামরিক সরঞ্জামের সঙ্গে এটিও প্রদর্শিত হবে।

চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কাই ঝিচুন এ তথ্য জানিয়েছেন। তিনি গত সপ্তাহে এমন অস্ত্র প্রদর্শনের ইঙ্গিত দিয়ে বলেন, চীনা কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর কুচকাওয়াজে নানা ধরনের নতুন অস্ত্র প্রদর্শন করা হবে। তবে তিনি ডংফেং-৪১ এর বিষয়টি স্পষ্ট করেননি।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ডংফেং ক্ষেপণাস্ত্র সম্পর্কে বিস্তারিত না জানালেও যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ বলছে, ক্ষেপণাস্ত্রটির পাল্লা ১৫ হাজার কিলোমিটার হতে পারে। তথ্যটি সঠিক হলে এটিই হবে বিশ্বের সবচেয়ে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র।
সূত্র : পার্স ট্যুডে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *