যে দম্পতির ‘পোষ্যপুত্র’ ৭০ বছরের ভালুক
হলিউড তারকা ম্যাগির লেখা ‘হারকিউলিস দ্য বিয়ার’ বইটির পাতায় পাতায় রয়েছে একটি ভালুককে নিয়ে স্মৃতিচারণা। এই ভালুকটি ছিল ম্যাগি ও তার স্বামী অ্যান্ডির পোষ্য সন্তান। নিঃসন্তান এই দম্পত্তির মন ভরিয়ে দিয়েছিল ভালুকটি।
স্বামী-স্ত্রীর ছোট্ট পরিবারে হঠাৎ একদিন এসে হাজির হয় একটি ভালুক। গায়ের রঙ শ্যাওলার মত। সন্তানহীন এই তারকা দম্পতি চল্লিশোর্ধ ভালুকটিকে সন্তানের মতো লালন পালন করতে শুরু করেন। নাম দেন হারকিউলিস। ম্যাগি এবং অ্যান্ডির সঙ্গে ২৬ বছর কাটায় এটি।
সকালের নাস্তা থেকে শুরু করে সারাদিনের নানা সুখ-আনন্দে বেশ কেটে যেত দিন।
হারকিউলিসের জন্মদিনও পালন করতেন তারা। সেইদিন কেক কেটে ঘরোয়া উৎসবে মেতে উঠতেন তারা। বয়সজনিত কারণে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে হারকিউলিস। ৭০ বছর বয়সে মৃত্যু হয় তার। এরপর ম্যাগি-অ্যান্ডির জীবন ভরে ওঠে বিষণ্নতায়। হারকিউলিসকে নিয়ে কাটানো সুখ-দুঃখের দিনগুলোর কথাই রয়েছে, ‘হারকিউলিস দ্য বিয়ার’ বইটিতে।