বিসিবি পরিচালক মো. লোকমান হোসেন ভূঁইয়া গ্রেফতার
‘বাসায় মাদক রাখার’ অভিযোগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ইনচার্জ বিসিবি পরিচালক মো. লোকমান হোসেন ভূঁইয়াকে আটক করেছে র্যাব। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় তেজগাঁওয়ের বাসা থেকে তাকে আটক করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ডিরেক্টর ইনচার্জ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক (বিসিবি) মো. লোকমান হোসেন ভূঁইয়াকে আটক করা হয়েছে।
তার বাসায় থেকে অবৈধ ও অনুনোমদিত বিপুল পরিমাণ মাদক উদ্ধারের ঘটনায় তাকে আটক করা হয়েছে। এছাড়া সার্বিক বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানান তিনি।
গত রোববার বিকেলে রাজধানীর মতিঝিলের চার ক্লাবে অভিযান চালায় পুলিশ। ক্লাবগুলো হলো- আরামবাগ ক্রীড়াসংঘ, দিলকুশা স্পোর্টিং ক্লাব, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। অভিযানে চারটি ক্লাব থেকেই জুয়া ও ক্যাসিনোর সরঞ্জাম উদ্ধার করা হয়।