চেনাই যায় না ইনি সাইফ আলী খান
হঠাৎ করে তাকে দেখলে চেনাই যায় না। মাথায় লম্বা চুল, লম্বা লম্বা দাড়ি। লাল লাল চোখ ভয়ঙ্কর চেহারার এক মানুষ। ঘোড়ায় চড়ে এক মৃত মানুষকে টানতে টানতে কোথায় যেনো নিয়ে যাচ্ছেন। ভালো করে খেয়াল করলে বোঝা যায়, ইনি সাইফ আলী খান।
বলিউডের জনপ্রিয় এই নায়ক হঠাৎ করেই হাজির হয়েছেন নাগা সাধুর বেশে। তার মাথায় জট, কপালে তিলক। সত্যিই কি ঘর-বাড়ি ছেড়ে সাধু হয়ে গেলেন সাইফ আলী খান? ঠিক তা নয়। নতুন সিনেমার জন্য এমন সাজ নিয়েছেন সাইফ।
‘লাল কাপ্তান’ নামের এই সিনেমার ট্রেলারে নাগা সাধুর বেশে হাজির হয়েছেন সাইফ আলী খান। পরিচালক আনন্দ এল রাই নির্মাণ করেছেন ‘লাল কাপ্তান’ সিনেমাটি।
সিনেমাটি নিয়ে সাইফ আলী খান বলেন, ‘এই সিনেমার জন্য আমাকে প্রচুর পরিশ্রম করতে হয়েছে। চুল বড় করতে হয়েছে। পেশিবহুল চেহারা তৈরি করতে অনেক কসরত করতে হয়েছে।’
উল্লেখ্য, আগামী ১৮ অক্টোবর মুক্তি পাবে সাইফ আলী খানের নতুন সিনেমা ‘লাল কাপ্তান’।