বাংলাদেশ দলকে অভিনন্দন জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে যুগ্ম চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।
মঙ্গলবার রাতে মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে সিরিজের ফাইনাল বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
এক অভিনন্দন বার্তায় ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি বলেন, ‘ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানের সাথে বাংলাদেশ যুগ্মভাবে চ্যাম্পিয়ন হওয়ায় আমি আনন্দিত। এ সিরিজে বাংলাদেশ ধারাবাহিকভাবে ভালো খেলে যুগ্মভাবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। আমি জাতীয় ক্রিকেট দলের সার্বিক সাফল্য কামনা করি।’
ক্রীড়া প্রতিমন্ত্রী একই সাথে আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলকেও যুগ্মভাবে চ্যাম্পিয়ন হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।