ট্রাকচাপায় প্রাণ গেল দুইজনের

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ট্রাকচাপায় দুই পথচারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন। সোমবার সকাল ৬টার দিকে উপজেলার বগারবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ত্রিশাল উপজেলার নারায়ণপুর গ্রামের মনার ছেলে আলাউদ্দিন (৫৫) ও একই গ্রামের আবুলের ছেলে ফজলু (৫০)।

ত্রিশাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জানান, সকালে ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি ট্রাকচাপায় ঘটনাস্থলেই দুই পথচারীর মৃত্যু হয়। এ সময় আহত হন একজন। আহত ব্যক্তিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে একই হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *