বিয়ে করাটাই যে তার শখ তাই বলে ৩৪ দেশে
ফ্রান্স থেকে ফিনল্যান্ড, জাপান থেকে জার্মান, আমেরিকা থেকে আর্জেন্টিনা ও আফগানিস্তান থেকে আফ্রিকাসহ ৩৪টি দেশে বিয়ে করেছেন তিনি। আসলে বিশ্বের বিভিন্ন দেশে বিয়ে করাটাই যে তার শখ। তাইতো ৩৪টি দেশে তার রয়েছে মোট ৩৪ জন স্ত্রী। প্রশ্ন উঠতে পারে এত স্ত্রীর খরচ বহন করেন কিভাবে তিনি?
আসলে প্রতি মাসে ছবি এঁকে আর বিভিন্নভাবে যে টাকাটা রোজগার করেন সেখান থেকেই কিছুটা নিজের জন্য সরিয়ে রেখে বাকি টাকাটা সমান ভাগে ভাগ করে দেন স্ত্রীদের। ভাবছেন গোপনে এতগুলো বিয়ে করেছেন ওই ব্রিটিশ। না। এক স্ত্রীকে জানিয়েই পরের বিয়ে করেছেন তিনি। মানে ৩৪ জন স্ত্রীই জানেন তাদের আরো ৩৩ জন সতীন আছে।
ওই ব্রিটেশের নাম জানতে ইচ্ছে করছে নিশ্চয়! ওই বিয়ে পাগলা ব্রিটিশের নাম জন অ্যাড্রেস। পদবির মতই ওর প্রেমের কোনো ঠিকানা নেই। ছবি এঁকে বিশ্বভ্রমণ করেন। আর জুটিয়ে ফেলেন বান্ধবী, পরে প্রেম। অতঃপর বিয়ে।
৩৫ বছরের জন বিয়ে করা শুরু করেন ২৩ বছর বয়স থেকেই। ৬ মাস আগে ৩৪তম বিয়েটি করেন তিনি। ভাবছেন তিনি হয়তো তাহলে বিয়ের সেঞ্চুরি করবেন। তবে এমন ইচ্ছা আছে কিনা তা কিন্তু হাসিমুখে এড়িয়ে গেলেন তিনি।