ব্যাটারিচালিত স্কুটার হিরো ড্যাশ নিয়ে আসলো হিরো

নীতি আয়োগের প্রস্তাবের পর ব্যাটারিচালিত যানের বাজারে প্রবেশ করতে চাইছে গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। সে লক্ষ্যেই ভারতের বাজারে নতুন ব্যাটারিচালিত স্কুটার হিরো ড্যাশ নিয়ে আসলো হিরো ইলেকট্রিক।

ইলেকট্রিক বাইক বা স্কুটার মানেই স্টাইলের সঙ্গে আপস- এমনটা ভাবার দিন শেষ। স্কুটারের ডুয়াল টোন রং ও গ্রাফিক্স মন টানবে ক্রেতাদের। এমনটাই মনে করছেন হিরো ইলেকট্রিকের এক কর্মকর্তা। থাকছে এলইডি হেডলাইট ও ডিআরএল। ইউএসবি পোর্ট, টিউবলেস টায়ার, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের মতো সুবিধা থাকছে হিরো ড্যাশে।

ভারতীয় রাস্তার কথা মাথায় রেখেই বানানো হয়েছে হিরো ড্যাশ। স্কুটারটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৪৫ মিলিমিটার।

৪৮ ভোল্ট ২৮ এইচ লিথিয়াম আয়ন ব্যাটারি থাকছে। একবার চার্জে প্রায় ৬০ কিলোমিটার চলবে হিরো ড্যাশ। একবার সম্পূর্ণ চার্জ দিতে লাগবে প্রায় ৪ ঘণ্টা। থাকছে ডুয়াল ব্যাটারির অপশনও। সেক্ষেত্রে প্রায় ১০০ কিলোমিটার যাওয়া যাবে একবার চার্জে।

ভারতে হিরো ড্যাশের বেস সংস্করণের দাম ৬৮,৭২১ টাকা (এক্স-শোরুম)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *