ডেঙ্গু নিয়ন্ত্রণে বুধবার ঢাকায় আসছে জাতিসংঘ দল

স্টাফ রিপোর্ট

ডেঙ্গুর জন্য দায়ী এডিস মশা নিয়ন্ত্রণে সরকারকে সহায়তা করতে জাতিসংঘের একটি বৈজ্ঞানিক দল আগামীকাল বুধবার ঢাকায় আসবে। সোমবার ভিয়েনা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা (আইএইএ), খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা (ফাও) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এর তিনজন বিশেষজ্ঞের সমন্বয়ে গঠিত দলটি এডিস মশার প্রজনন প্রাকৃতিক উপায়ে কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, সে বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করবে। অস্ট্রিয়ায় বাংলাদেশের দূতাবাসের বিশেষ প্রচেষ্টার পরিপ্রেক্ষিতে জাতিসংঘের দলটি আগামী শুক্রবার পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *