ঢাকার বাহিরে ডেঙ্গু রোগী বেড়েছে
রাজধানীর বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা পূর্ববর্তী ২৪ ঘণ্টার তুলনায় বেড়েছে। তবে ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর সংখ্যা কমেছে। এছাড়া সার্বিকভাবে গতকাল রোববারের (১৮ আগস্ট) তুলনায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কমেছে।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, গতকাল রোববার (১৮ আগস্ট) সকাল ৮টা থেকে আজ সোমবার (১৯ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত সারাদেশে হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা ১ হাজার ৬১৫ জন। তাদের মধ্যে ৭৫৭ জন ঢাকায় ও ৮৫৮ জন ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।
এর পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা ছিল ৭৩৪ জন এবং ঢাকার বাইরে ৯৭২ জন। শতকরা হিসেবে ২৪ ঘণ্টার ব্যবধানে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা ৩ শতাংশ বেড়েছে এবং ঢাকার বাইরে ১২ শতাংশ কমেছে।
স্বাস্থ্য অধিদফতর সূত্রে আরও জানা যায়, বর্তমানে রাজধানীসহ সারাদেশের হাসপাতালে মোট ৬ হাজার ৭৩৩ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ৩ হাজার ৪১৯ জন ঢাকায় এবং ৩ হাজার ৩১৪ জন ডেঙ্গু রোগী ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ সোমবার (১৯ আগস্ট) পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪ হাজার ৭৯৮ জন।হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ৮৪ শতাংশ ডেঙ্গু রোগী ইতোমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।