শুল্ক ছাড়াই যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানির অনুমতি চীনের
বাণিজ্যযুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের ওপর আরোপ করা পাল্টা শুল্ক ছাড়াই দেশটি থেকে তুলা আমদানির অনুমতি দিয়েছে চীন। স্থানীয় কয়েকটি কোম্পানিকে যুক্তরাষ্ট্রের বাজার থেকে ৫০ হাজার টন তুলা কেনার অনুমতি দিয়েছে দেশটি। যেখানে মার্কিন পণ্যের ওপর আরোপ করা ২৫ শতাংশ শুল্ক মওকুফ করা হয়েছে। এছাড়া আরো কয়েকটি কোম্পানিকে মাংস, ভুট্টাপণ্য আমদানির অনুমতি দিয়েছে চীন। তবে এ সুবিধার আওতায় এসব প্রতিষ্ঠান ঠিক কী পরিমাণ পণ্য আমদানি করতে পারবে, সেটি উল্লেখ করা হয়নি। খবর ব্লুমবার্গ ও এজিওয়েব।
এর আগে চলতি সপ্তাহে ৩০ লাখ টন মার্কিন সয়াবিন আমদানির ওপর শুল্ক মওকুফ করে চীন। বাণিজ্য নিয়ে আলোচনার অগ্রগতির ওপর নির্ভর করে সামনে আরো পণ্য শুল্ক ছাড়া চীনের বাজারে প্রবেশ করতে পারবে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।
তুলার ওপর শুল্কমুক্ত সুবিধার ফলে পণ্যটির রফতানির ওপর প্রভাব পড়েছে। যুক্তরাষ্ট্রের ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) বৃহস্পতিবার ডিসেম্বরে সরবরাহ চুক্তিতে পণ্যটির রফতানি দশমিক ৬ শতাংশ বাড়ে। আর সর্বশেষ কার্যদিবসে চীনের বাজারে মার্কিন তুলা রফতানি দশমিক ২ শতাংশ বেড়েছে। এতে জিনজিয়াং এগ্রিকালচার ডেভেলপমেন্ট কোম্পানির তুলার বাজারে ৪ দশমিক ৮ শতাংশ ও জিনজিয়াং সেলিম মডার্ন এগ্রিকালচার কোম্পানির বাজার ১ দশমিক ৬ শতাংশ কমে গেছে।
চলমান বাণিজ্যযুদ্ধ নিরসনে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দলের চীন সফরের কথা রয়েছে। তার আগেই মার্কিন পণ্যের ওপর এ আমদানি শুল্ক প্রত্যাহারের ঘোষণা দিল চীন।
চীনা কাস্টমসের তথ্য অনুযায়ী, শুল্ক আরোপ থাকার পরও মে মাসে দেশটিতে ৬৪ হাজার টন মার্কিন তুলা আমদানি হয়েছে।