সাড়ে ৫ বছরে আমানত বেড়েছে ৫৮.৫৫%
গত প্রায় সাড়ে পাঁচ বছরে অর্থাৎ ২০১৪ সালের ডিসেম্বর থেকে চলতি বছরের ২৫ এপ্রিল পর্যন্ত দেশের ব্যাংকিং খাতের আমানত বেড়েছে ৫৮ দশমিক ৫৫ শতাংশ। একই সময়ে ব্যাংকগুলোর ঋণ বিতরণ বেড়েছে ৭৯ দশমিক ১৩ শতাংশ। এ সময় কৃষিঋণ বেড়েছে ৪৭ দশমিক ২৭ শতাংশ।
গতকাল সংসদ ভবনে অনুষ্ঠিত অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপস্থাপিত প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে। বৈঠকে জানানো হয়েছে, রাষ্ট্রায়ত্ত আটটিসহ দেশের ৫৯টি বাণিজ্যিক ব্যাংকের ২০১৪ সালে আমানতের পরিমাণ ছিল ৭ লাখ ১০ হাজার ৪২৩ কোটি টাকা। ২০১৯ সালের এপ্রিল পর্যন্ত তা বেড়ে হয়েছে ১১ লাখ ২৬ হাজার ৩৭৩ কোটি টাকা।
অর্থাৎ এ সময়ে আমানত বেড়েছে ৫৮ দশমিক ৫৫ শতাংশ। এছাড়া ২০১৪ সালের ব্যাংকগুলোর ঋণের স্থিতি ৫ লাখ ২৮ হাজার ৭৫৫ কোটি টাকা থাকলেও চলতি বছরের এপ্রিল শেষে তা দাঁড়িয়েছে ৯ লাখ ৪৭ হাজার ১৭৭ কোটি টাকা। অর্থাৎ এ সময়ে ঋণ বেড়েছে ৭৯ দশমিক ১৩ শতাংশ। ২০১৪ সালের ১৬ হাজার ৩৬ কোটি টাকার কৃষিঋণ ৪৭ দশমিক ২৭ শতাংশ বেড়ে চলতি বছরের জুন শেষে দাঁড়িয়েছে ২৩ হাজার ৬১৬ কোটি টাকা।
কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, মো. আব্দুস শহীদ, মোস্তাফিজুর রহমান চৌধুরী, আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী, আহমেদ ফিরোজ কবির, রুমানা আলী ও রানা মোহাম্মদ সোহেল।