ব্রাজিলের কফি রফতানি বেড়েছে
বিশ্বের শীর্ষ কফি উৎপাদনকারী ও রফতানিকারক দেশ ব্রাজিল। দেশটির অ্যারাবিকা ও রোবাস্তা কফির খ্যাতি বিশ্বজোড়া। দেশটির কফির একটি উল্লেখযোগ্য অংশ রফতানি হয় আরব দেশগুলোয়। চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ব্রাজিল থেকে আরব দেশগুলোর বাজারে মোট ৮ লাখ ৭২ হাজার ৬২০ ব্যাগ (প্রতি ব্যাগে ৬০ কেজি) কফি রফতানি হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৫৪ শতাংশ বেশি।
আরব দেশগুলোর সঙ্গে ব্রাজিলের ভালো সম্পর্কের ফলে এক বছরের ব্যবধানে এ অঞ্চলে কফি রফতানি বৃদ্ধি পেয়েছে বলে মনে করা হচ্ছে। খবর ব্রাজিল রিও টাইমস।
আরব ব্রাজিল চেম্বার অব কমার্সের (এবিসিসি) তথ্যমতে, চলতি বছর আরব দেশগুলোয় ইনস্টান্ট, গ্রিন, রোস্টেড ও গ্রাউন্ড কফি রফতানি করে ১০ কোটি ২০ লাখ মার্কিন ডলার আয় করেছে ব্রাজিল, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৭ দশমিক ৭ শতাশ বেশি।
এবিসিসির সভাপতি রুবেনস হান্নান বলেন, আরব অঞ্চলে ব্রাজিলের কফি রফতানি বৃদ্ধিতে আমরা সন্তুষ্ট। কফি রফতানি ৫৪ শতাংশ বৃদ্ধি পাওয়াটা এ এলাকায় ব্রাজিলের বাজার সম্প্রসারণের বিষয়টি নির্দেশ করে। চলতি বছরের দ্বিতীয়ার্ধেও এ অঞ্চলে কফি রফতানির এ ধারাবাহিকতা থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কফি খাতে ব্রাজিলের যোগ্যতা, পানীয় পণ্যটির মান ও উৎপাদনশীলতার কারণে আরব দেশগুলোর পণ্যটির বাড়তি চাহিদা রয়েছে বলে মনে করেন তিনি। এবিসিসির সভাপতি বলেন, ব্রাজিল কফি রফতানি বৃদ্ধিতে নতুন ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে। আরব দেশগুলোর বাজারের চাহিদা থাকায় এ অঞ্চলে আগামী কয়েক বছর কফি রফতানি আরো বাড়বে।
ব্রাজিলের কফি এক্সপোর্টার্স কাউন্সিলের (সিক্যাফ) তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথমার্ধে আরব দেশগুলোতে যত কফি রফতানি হয়েছে তার ৪ দশমিক ৩ শতাংশ রফতানি করেছে ব্রাজিল। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৩ দশমিক ৯ শতাংশ, যা এ-যাবত্কালে সর্বোচ্চ।