ফের বিপৎসীমার ওপরে যমুনার পানি

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি আবারও বাড়তে শুরু করেছে। গত ১২ ঘণ্টায় ৮ সেন্টিমিটার বেড়ে আবারও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনার পানি প্রবাহ রেকর্ড করা হয় ১৩.৩৮ মিটার (ডেঞ্জার লেভেল-১৩.৩৫ মিটার)। যা বিপৎসীমার ৩ সেন্টিমিটার বেশি।

এর আগে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ওই পয়েন্টে যমুনার পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। অপরদিকে কাজিপুর পয়েন্টে আরও ৩ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে নদীর পানি কমতে থাকার পর হঠাৎ করে বেড়ে যাওয়ায় দ্বিতীয় দফা বন্যার আতঙ্ক দেখা দিয়েছে নিম্নাঞ্চলের বানভাসী মানুষের মাঝে। তারা চরম দুর্ভোগের শঙ্কা নিয়ে দিন কাটাচ্ছেন।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-সহকারি প্রকৌশলী রনজিত কুমার সরকার জানান, মঙ্গলবার সকাল থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত যমুনার পানি সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে এলাকায় ২৯ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। এরপর থেকে বাড়তে থাকে। বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল পর্যন্ত ১২ ঘণ্টায় ৮ সেন্টিমিটার বেড়ে আবারও বিপৎসীমা অতিক্রম করেছে।

অপরদিকে কাজিপুর পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ৩ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনার পানি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *