আলমডাঙ্গায় মাদ্রাসাছাত্রের মাথাবিহীন লাশ উদ্ধার
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার একটি ইটভাটা থেকে মাদ্রাসাছাত্রের মাথাবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার ভালাইপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত মাদ্রাসাছাত্রের নাম আবীর হুসাইন (১০)। সে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামের আলী হোসেনের ছেলে। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা নুরানি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার নুরানি বিভাগের দ্বিতীয় শ্রেণিতে পড়ত আবীর।
পুলিশ জানায়, আজ সকাল সাড়ে আটটার দিকে একটি ইটভাটায় তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আবীরের লাশ উদ্ধার করে।
ওসি মুন্সি আসাদুজ্জামানসহ চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার কানাইলাল সরকার ও মোহাম্মদ কলিমুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।