পাম অয়েলের শূন্য শুল্কহার অপরিবর্তিত রাখল মালয়েশিয়া

মালয়েশিয়ান পাম অয়েল রফতানি বৃদ্ধিতে আগস্টেও রফতানিতে শুল্ক শূন্য রাখার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। দেশটির জাতীয় শুল্ক বিভাগের উদ্ধৃতি দিয়ে মালয়েশিয়ান পাম অয়েল বোর্ড (এমপিওবি) তাদের ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে। প্রতি টন অপরিশোধিত পাম অয়েলের দাম ২ হাজার ২৫০ রিঙ্গিতের (স্থানীয় মুদ্রা) নিচে থাকলে তা শূন্য শুল্কের আওতাভুক্ত হবে। খবর রয়টার্স ও সিনহুয়া।

বিশ্বে পাম অয়েল উৎপাদন ও রফতানিকারক উভয় তালিকায়ই মালয়েশিয়া দ্বিতীয় শীর্ষ দেশ। সম্প্রতি বিশ্বজুড়ে পাম অয়েলের চাহিদা কমে যাওয়ায় রফতানিও কমে যায়। এর প্রভাব পড়েছে পণ্যটির দামের ওপরও। এতে ক্ষতিগ্রস্ত হতে শুরু করে মালয়েশিয়ান পাম অয়েলের বাজার। এ পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক বাজারে রফতানিতে চাঙ্গা ভাব ফেরাতে মালয়েশীয় সরকার অপরিশোধিত পাম অয়েলে শূন্য শুল্কনীতি গ্রহণ করে।

২০১৮ সালের সেপ্টেম্বরে এ নীতি হাতে নেয় মালয়েশীয় সরকার। এরপর চলতি বছরের মে মাসে এ নীতির মেয়াদ বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত শূন্য শুল্কহার অপরিবর্তিত রাখার ঘোষণা দেয় দেশটি। পাম অয়েলের মন্দা ভাব কাটিয়ে রফতানিকারকদের জন্য নতুন বাজার খুঁজে পেতে ও রফতানি বাড়াতে নতুন কৌশল অবলম্বনের সুযোগ বাড়াতে মালয়েশিয়া এ উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা।

এদিকে, সর্বশেষ কার্যদিবসে আগস্টে সরবরাহ চুক্তিতে দিনের শুরুতে প্রতি টন পাম অয়েলের দাম ছিল ১ হাজার ৯৮১ রিঙ্গিত, যা আগের দিনের একই সময়ের তুলনায় দশমিক ৪ শতাংশ কম। দিন শেষে আগস্টে সরবরাহ চুক্তিতে প্রতি টন মালয়েশিয়ান অপরিশোধিত পাম অয়েলের দাম দাঁড়ায় ১ হাজার ৯০৫ দশমিক ৩৮ রিঙ্গিত বা ৪৬৩ ডলার ৯৩ সেন্ট।

এর আগের কার্যদিবসে প্রতি টন অপরিশোধিত পাম অয়েলের দাম দাঁড়িয়েছিল ১ হাজার ৮৭৭ রিঙ্গিত, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৭ শতাংশ কম। আগের বছরে এ সময়ে প্রতি টন অপরিশোধিত পাম অয়েল ২ হাজার ১৯ দশমিক ৫০ রিঙ্গিতে লেনদেন হয়েছিল। অর্থাৎ এক বছরের ব্যবধানে পণ্যটির দাম কমেছে টনপ্রতি ১৪২ দশমিক ৫ রিঙ্গিত।

উল্লেখ্য, এমপিওবির ঘোষণা অনুযায়ী, প্রতি টন অপরিশোধিত পাম অয়েলের দাম ২ হাজার ২৫০ রিঙ্গিতের নিচে থাকলে তাতে শূন্য শুল্কহার বজায় থাকবে। তবে খাতসংশ্লিষ্টরা বলছেন, ২০১৯ সালে মালয়েশিয়ান অপরিশোধিত পাম অয়েলের গড় দাম টনপ্রতি ২ হাজার ২০০ রিঙ্গিতে পৌঁছবে।

যুক্তরাষ্ট্রের কৃষিবিষয়ক সংস্থা ইউএস ডিপার্টমেন্ট অব এগ্রিকালচারের (ইউএসডিএ) তথ্য অনুযায়ী, ২০১৮ সালে মালয়েশিয়া থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ১ কোটি ৬৪ লাখ ৬৯ হাজার টন পাম অয়েল রফতানি হয়েছে। এর আগের বছর রফতানি হয়েছিল ১ কোটি ৭৩ লাখ টন। অর্থাৎ এক বছরের ব্যবধানে দেশটি থেকে পণ্যটির রফতানিতে প্রবৃদ্ধি ছিল ৮ লাখ ৩১ হাজার টন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *