সিঙ্গাপুর পৌঁছেছেন সেতুমন্ত্রী
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর পৌঁছেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার বিকেল পৌনে ৬টায় (বাংলাদেশ সময়) তিনি সিঙ্গাপুরে পৌঁছান।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে দুপুর ১টা ২৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন ওবায়দুল কাদের।
আবু নাসের জানান, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ফলোআপ চিকিৎসা করাবেন। এর আগে তিনি একই হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে গত ১৫ মে দেশে ফিরেছিলেন।
তিনি জানান, তার সহধর্মিণী বেগম ইশরাতুননেসা কাদের তার সঙ্গে আছেন। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক আবু নাসার রিজভী সিঙ্গাপুরে আছেন।
১৭ জুলাই ওবায়দুল কাদেরের দেশে ফেরার কথা রয়েছে।