জুলাইয়ে শুল্কমুক্ত রফতানি করবে ইন্দোনেশিয়া
পাম অয়েলের রফতানি বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ইন্দোনেশিয়া সরকার। এর অংশ হিসেবে চলতি বছরের জুলাইয়ে পণ্যটির রফতানিতে শুল্কহার শূন্য শতাংশে রাখার ঘোষণা দিয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। শুল্ক কমিয়ে রফতানি বাড়ানোর আশা থেকে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান খাতসংশ্লিষ্টরা। খবর জাকার্তা পোস্ট ও রয়টার্স।
পাম অয়েল উৎপাদনকারী ও রফতানিকারক দেশগুলোর তালিকায় ইন্দোনেশিয়ার অবস্থান বিশ্বে প্রথম। প্রতি বছর শীত মৌসুমে পণ্যটির রফতানি বাজারে মন্দা ভাব দেখা যায়। মূলত শীতে জমে যাওয়ার কারণে পাম অয়েলের বদলে এ সময় ভোক্তারা অন্যান্য ভোজ্যতেল ব্যবহার বাড়িয়ে দেন। কমে যায় পাম অয়েলের রফতানি। এ কারণে শীতের শুরুতেই পাম অয়েলের রফতানি শুল্ক শূন্য শতাংশে নামিয়ে আনার কথা জানিয়েছিল ইন্দোনেশিয়া সরকার।
এখন শীত মৌসুম শেষে দেশে দেশে গরম পড়তে শুরু করেছে। তবে ইন্দোনেশিয়া থেকে পাম অয়েলের রফতানি কাঙ্ক্ষিত পরিমাণে বাড়েনি। এজন্য পাম অয়েলের অন্যতম শীর্ষ আমদানিকারক দেশ ভারতে পণ্যটির আমদানি শুল্ক বাড়ানোকে কারণ হিসেবে চিহ্নিত করেছেন খাতসংশ্লিষ্টরা। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলো পাম অয়েলের আমদানি কমিয়ে আনায় ইন্দোনেশিয়ার রফতানি বাজারে এর প্রভাব পড়েছে বলে মনে করা হচ্ছে।
এসব কারণে গরমের মৌসুম শুরু হলেও ইন্দোনেশিয়া থেকে পাম অয়েল রফতানি কাঙ্ক্ষিত পরিমাণে বাড়েনি। এ কারণে রফতানি বাড়াতে জুলাইয়ে পণ্যটির রফতানি শুল্ক শূন্য শতাংশে রাখার ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়ার বাণিজ্য মন্ত্রণালয়। এক বিবৃতিতে বলা হয়েছে, ইন্দোনেশিয়ায় পাম অয়েলের উৎপাদন বাড়তির দিকে রয়েছে। সে তুলনায় রফতানি না বাড়ায় পণ্যটির মজুদেও চাঙ্গা ভাব দেখা যাচ্ছে। এ কারণে রফতানি বাড়িয়ে মজুদ সীমিত রাখার জন্য জুলাইয়েও পাম অয়েলের রফতানি শুল্ক শূন্য শতাংশে সীমিত থাকবে।
এদিকে মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালে ইন্দোনেশিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি পাম অয়েল রফতানি হয়েছে। গত বছর ইন্দোনেশিয়ার রফতানিকারকরা সব মিলিয়ে ২ কোটি ৯০ লাখ টন পাম অয়েল রফতানি করেছেন, যা আগের বছরের তুলনায় ৭ দশমিক ৫৪ শতাংশ বেশি। এর আগের বছর দেশটির পাম অয়েল রফতানি খাতে ২ দশমিক ৪১ শতাংশ মন্দা ভাব বজায় ছিল। চলতি বছর শেষে ইন্দোনেশিয়া থেকে সব মিলিয়ে তিন কোটি টন পাম অয়েল রফতানি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে প্রতিষ্ঠানটি।