দশ ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী যারা

১০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সোমবার আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ মনোনয়ন চূড়ান্ত হয়।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।

প্রার্থীরা হলেন- পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়নে মো. শফিকুল ইসলাম, ভুরিয়া ইউনিয়নে রুবেল আহম্মেদ, ময়মনসিংহ সদর উপজেলার সিরতা ইউনিয়নে মো. আবু সাঈদ, চর ঈশ্বরদিয়ায় রেজা এ মোহাম্মদ জিয়াউল হাসান, চর নিলক্ষ্মীয়া ইউনিয়নে মো. তোফাজ্জল হোসেন, খাগডহর ইউনিয়নে মো. মাহমুদুল হক কামরুল, দাপুনিয়ায় মো. হুমায়ুন হাসান, ভাবখালীতে মো. আব্দুছ ছাত্তার, লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কালকিনি ইউনিয়নে মো. রফিকুল ইসলাম চৌধুরী ও সাহেবের হাট ইউনিয়নে আবু বকর ছিদ্দিক। আগামী ১১ জুলাই এ সব ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *