পিকনিকের বাসে আড়াই লাখ ইয়াবা

চট্টগ্রাম নগরের শাহ আমানত সেতু এলাকায় পিকনিকের বাস থেকে দুই লাখ ৪০ হাজার ইয়াবাসহ ৬ জনকে আটক করেছে র‍্যাব-৭।

শনিবার ভোরে র‌্যাব-৭ থেকে এক ক্ষুদে বার্তায় বলা হয়েছে, পর্যটন নগরী কক্সবাজার থেকে প্রমোদ ভ্রমণের আড়ালে ইয়াবা পাচারের সময় ৬ জনকে আটক করা হয়েছে।

এ সময় ২ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয়। আটকরা ইয়াবা পাচারকারী চক্রের সদস্য বলে জানায় র‌্যাব।

এ ঘটনায় ইয়াবা পরিবহনে ব্যবহৃত বাসটিও জব্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *