৮ ব্যাংকের এমসিকিউ ফল প্রকাশ

সরকারি ৮ ব্যাংকের সিনিয়র অফিসার পদের এমসিকিউ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ২২ সেপ্টেম্বর উত্তীর্ণদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সোমবার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এ ফল প্রকাশ হয়।

ফল প্রকাশের নোটিশে জানানো হয়, ১৬৬৩ শূন্য পদের বিপরীতে এমসিকিউ পরীক্ষায় ১৮ হাজার ৮৬০ জন উত্তীর্ণ হয়েছেন। ঢাকা শহরের আটটি কেন্দ্রে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। উত্তীর্ণরা ২২ সেপ্টেম্বর লিখিত পরীক্ষায় অংশ নেবেন।

নোটিশে আরও জানানো হয়, এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্রই লিখিত পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য হবে। পরীক্ষা শুরুর কমপক্ষে এক ঘণ্টা আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষার কেন্দ্রে মোবাইলফোন, ক্যালকুলেটর, স্মার্টওয়াচ বা অন্যান্য ইলেক্ট্রনিক ডিভাইস, প্রবেশপত্রের একাধিক কপি বা কোনও অতিরিক্ত কাগজ নেওয়া যাবে না।

গত ১২ জানুয়ারি সরকারি ৮ ব্যাংকে সিনিয়র অফিসার পদে নিয়োগের জন্য সমন্বিত এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ লাখ ১৩ হাজার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *