৮ বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ
অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করায় ৮ বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সিমান্ত বাহিনী বিএসএফ।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধায় পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণা জেলার গাইঘাটা থানার গোবরাপাড়া এলাকা থেকে তাদের আটক করে ৬৪ নম্বর বেটেলিয়ানের জওয়ানরা।
পরে তাদের গাইঘাটা থানা পুলিশের হাতে তুল দেয় বিএসএফ। তাদের মধ্যে ৫ জন নারী ও ৩ জন পুরুষ রয়েছে।
আটকদের জেরা করে ভারতীয় পুলিশ বলছে, দালাল ধরে চোরাইপথে বেআইনিভাবে ভারতে প্রবেশ করেছিলেন তারা। বিভিন্ন রাজ্যে কাজে যাবার উদ্দেশ্য নিয়ে এসেছিলেন তারা। শুক্রবার সকালে তাদের বনগাঁ মহকুমা আদালতে পাঠায় পুলিশ।