৭৭ হাজার ৫১৫ কোটি টাকার এসএমই ঋণ বিতরণ
২০১৭-১৮ অর্থবছরের শেষ ছয় মাসে মোট ৩ লাখ ৮২ হাজার উদ্যোক্তার মাঝে ৭৭ হাজার ৫১৫ কোটি টাকার ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ঋণ বিতরণ করেছে ব্যাংকগুলো। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৮৩ হাজার ৫০৬ কোটি টাকা। এই সংখ্যায় ঋণ বিতরণের দিক থেকে পিছিয়ে পড়েছে এসএমই খাত।
বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল ডিপার্টমেন্টের (জানুয়ারি-জুন ২০১৮) হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী আলোচ্য সময়ে এসএমই ঋণ বিতরণে প্রবৃদ্ধি অর্জন করেছে ব্যাংক খাত। এবছর ৩ লাখ ৬৫ হাজার ৮০০ উদ্যোক্তার মধ্যে ৭৩ হাজার ৮৫১ কোটি টাকা বিতরণ করেছে ব্যাংকগুলো। গত বছরের একই সময়ে বিতরণের পরিমাণ ছিল ৭৯ হাজার ১৭৭ কোটি টাকা।
এই সময়ের মধ্যে রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলো বিতরণ করেছে ৫ হাজার ৯০০ কোটি টাকা, বিশেষায়িত ব্যাংকগুলো ৬৩৩ কোটি টাকা, বিদেশী ব্যাংকগুলো ৭৫০ কোটি টাকা, বেসরকারি ব্যাংকগুলো ৩৫ হাজার ৪৪৯ কোটি টাকা, ইসলামী ব্যাংকগুলো ৩১ হাজার ১১৮ কোটি টাকা এবং নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান বিতরণ করেছে মোট ৩ হাজার ৬৬৩ কোটি টাকা।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৮ সালের প্রথম ছয় মাসে ব্যাংকগুলোর মোট এসএমই ঋণের মধ্যে ব্যবসা উপখাতে ২ লাখ ৮১ হাজার উদ্যোক্তার মাঝে ৩৬ হাজার ৬১৩ কোটি টাকা ঋণ বিতরণ করেছে।
উৎপাদনশীল খাতে এবার ঋণ বিতরণ হয়েছে ২৬ হাজার ৪৯৮ কোটি টাকা। সেবা উপখাতে ১৪ হাজার ৪০৪ কোটি টাকার ঋণ বিতরণ করেছে ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানগুলো।
এছাড়াও চলতি বছরের প্রথম ছয় মাসে প্রায় ৭৯ হাজার নতুন উদ্যোক্তাকে এসএমই ঋণ দিয়েছে ব্যাংকগুলো। এর মধ্যে বিতরণ করা হয়েছে ১৩ হাজার ২৯০ কোটি টাকার ঋণ। গত বছরের একই সময়ে ৭৫ হাজার উদ্যোক্তার মধ্যে বিতরণ করা হয় ১১ হাজার ৮১৫ কোটি টাকা। এ হিসাবে নতুন উদ্যোক্তার সংখ্যা ও ঋণের পরিমাণ বেড়েছে।