৬০ দিনে ৪৮ হাজার টন কফি রফতানি ভারতের
ভারতের কফি রফতানি খাতে চাঙ্গাভাব দেখা গেছে। চলতি বছরের প্রথম দুই মাসে (জানুয়ারি ও ফেব্রুয়ারি) দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে পানীয় পণ্যটির রফতানি আগের বছরের একই সময়ের তুলনায় ১৩ শতাংশের বেশি বেড়ে ৪৮ হাজার ৩০০ টন ছাড়িয়ে গেছে।
এ সময় অ্যারাবিকার তুলনায় রোবাস্তা কফি রফতানি বেশি বেড়েছে। কফি বোর্ড অব ইন্ডিয়ার (সিবিআই) সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর বিজনেস রেকর্ডার ও বিজনেস লাইন।
এশিয়ার দেশগুলোর মধ্যে কফি উৎপাদন ও রফতানিতে ভারতের অবস্থান তৃতীয়। দেশটি থেকে রোবাস্তা, অ্যারাবিকা ও ইনস্ট্যান্ট কফি রফতানি হয়। সিবিআইয়ের তথ্য অনুযায়ী, ২০১৯ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ভারত থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ৪৮ হাজার ৩৩০ টন কফি রফতানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ২৬ শতাংশ বেশি।
২০১৮ সালের প্রথম দুই মাসে ভারতীয় রফতানিকারকরা মোট ৪২ হাজার ৬৭০ টন কফি রফতানি করেছিল। সেই হিসাবে, এক বছরের ব্যবধানে দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে পানীয় পণ্যটির রফতানি বেড়েছে ৫ হাজার ৬৬০ টন।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম দুই মাসে ভারত থেকে আন্তর্জাতিক বাজারে রোবাস্তা কফি রফতানি আগের বছরের একই সময়ের তুলনায় ২৮ দশমিক ৪২ শতাংশ বেড়েছে। এ সময় ভারতীয় রফতানিকারকরা সব মিলিয়ে ৩৪ হাজার ৯০ টন রোবাস্তা কফি রফতানি করেছে। ২০১৮ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি সময়ে ভারত থেকে মোট ২৬ হাজার ৫৪৫ টন রোবাস্তা কফি রফতানি হয়েছিল।
অন্যদিকে চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি সময়ে ভারতীয় রফতানিকারকরা সব মিলিয়ে ১১ হাজার ১৫৬ টন অ্যারাবিকা কফি রফতানি করেছেন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৪ দশমিক ৩৯ শতাংশ বেশি। ২০১৮ সালের প্রথম দুই মাসে ভারত থেকে আন্তর্জাতিক বাজারে মোট ৯ হাজার ৭৫২ টন অ্যারাবিকা কফি রফতানি হয়েছিল বলে প্রতিবেদনে জানিয়েছে সিবিআই।