৫ ধরনের বডিসহ দ্রুতগতির পিকআপ আনলো নিটল মটরস
পাঁচ ধরনের বডিসহ স্মার্ট ও দ্রুতগতির টাটা ইন্ট্রা ভিটুয়েন্টি পিকআপ বাজারে এনেছে টাটা মটরস বাংলাদেশের একমাত্র ডিস্ট্রিবিউটর নিটল মটরস। সেমি হাইডেক, হাইডেক, বড়ি, প্লেন বডি, চিকেন ক্যারিয়ারসহ পাঁচ ধরনের বডি পিকআপটিতে সংযুক্ত করা যাবে।
সোমবার (১৩ মার্চ) রাজধানীর গুলশান শুটিং ক্লাবে এক অনাড়ম্বর অনুষ্ঠানে গাড়িটি সবার জন্য উন্মুক্ত করা হয়।
অনুষ্ঠানে বলা হয়, আধুনিক ও দ্রুতগতির এই পিকআপ পণ্য আনা-নেওয়া সহজ করে দেয়। নিটল মটরসের রয়েছে দেশের সবচেয়ে বৃহৎ সেলস, সার্ভিস ও স্পেয়ার পার্টস নেটওয়ার্ক, যার সুবিধাগুলো ইন্ট্রার ক্ষেত্রেও প্রযোজ্য থাকবে।
নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ বলেন, আমাদের নতুন গাড়িটি বাংলাদেশের উদীয়মান অর্থনীতির গতি বাড়াবে এবং দেশের পণ্য পরিবহন ব্যবস্থার নতুন চালিকাশক্তি হয়ে উঠবে।
তিনি বলেন, বর্তমানে বৈদ্যুতিক গাড়ির জোয়ার চলছে। আগামীতে আমরাও বৈদ্যুতিক গাড়ি বানাবো।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টাটা মটরসের রিজিওনাল ম্যানেজার রাজীব বি জয়সওয়াল, নিটল মটরসের সেলস অ্যান্ড মার্কেটিং সিইও মোহাম্মদ তানবীর শহীদ, টাটা মটরসের কান্ট্রি হেড বোদ প্রকাশ মুখিয়া প্রমুখ।