৫৪ হাজার গাড়ি প্রত্যাহার করছে টেসলা

স্টাফ রিপোর্টার

যুক্তরাষ্ট্রের বাজার থেকে ৫৪ হাজার গাড়ি প্রত্যাহার করছে টেসলা। স্টপ সাইন সত্ত্বেও মার্কিন গাড়ি নির্মাতা সংস্থাটির ‘ফুল সেলফ-ড্রাইভিং’ সফটওয়্যারটি গাড়িগুলোকে সম্পূর্ণভাবে বন্ধ না করে বরং চলতে দেয়। ফলে নিরাপত্তাঝুঁকি তৈরি হয়। খবর এপি।

মার্কিন নিরাপত্তা নিয়ন্ত্রক কর্তৃপক্ষগুলো জানিয়েছে, টেসলা ইন্টারনেটের মাধ্যমে সফটওয়্যার হালনাগাদ করে এ ফিচার নিষ্ক্রিয় করে দেবে। স্টপ সাইন সত্ত্বেও সংস্থাটির সফটওয়্যারটি প্রতি ঘণ্টায় নয় কিলোমিটার গতিতে গাড়িকে চলতে দেয়।

অঙ্গরাজ্যের মহাসড়ক নিরাপত্তা অফিসগুলোর প্রতিনিধিত্ব করা গভর্নরস হাইওয়ে সেফটি অ্যাসোসিয়েশন জানিয়েছে, তারা এমন কোনো অঙ্গরাজ্য সম্পর্কে অবগত নয়, যেখানে ‘রোলিং স্টপ’ (স্টপ সাইনের পরও গাড়ি চলতে থাকা) বৈধ। নথি অনুসারে, ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশনের কর্মকর্তাদের সঙ্গে দুটি বৈঠকের পর টেসলা এ ‘রোলিং স্টপ’ ফিচার বন্ধ করতে সম্মত হয়েছিল। টেসলা নথিতে বলেছে, এ ফিচারের কারণে এখন পর্যন্ত কোনো দুর্ঘটনা বা আঘাতের খবর পাওয়া যায়নি।

প্রত্যাহার করা মডেলগুলোর মধ্যে রয়েছে ২০১৬ থেকে ২০২২ সালের মডেল এস সেডান ও এক্স এসইউভি, ২০১৭ থেকে ২০২২ সালের মডেল থ্রি সেডান এবং ২০২০ থেকে ২০২২ সালের মডেল ওয়াই এসইউভি।

নির্বাচিত টেসলা চালকরা সড়কে ‘ফুল সেলপ-ড্রাইভিং’ সফটওয়্যারের বেটা সংস্করণ পরীক্ষা করছে। মার্কিন গাড়ি নির্মাতা সংস্থাটি বলেছে, গাড়িগুলো নিজেরা চলতে পারে না এবং চালকদের অবশ্যই সর্বদা ব্যবস্থা নেয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। চলতি মাসের শুরুতেই ‘রোলিং স্টপ’ ফিচার বন্ধের হালনাগাদ পাঠানো হবে বলে আশা করা হচ্ছে।

সম্প্রতি সংস্থাটি গণমাধ্যম সম্পর্ক বিভাগ বন্ধ করে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *