৫১ কোটি টাকায় জমি কিনবে রেনেটা
স্টাফ রিপোর্টার
পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি রেনেটার পরিচালনা পর্ষদ জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। জমি কেনার জন্য কোম্পানির ব্যয় হবে ৫১ কোটি টাকা।
বুধবার (২ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
রেনেটা গাজীপুরের রাজেন্দ্রপুরে ৫৬০ ডেসিমেল জমি কিনবে। রেজিস্ট্রেশন এবং অন্যান্য খরচ ছাড়া কোম্পানির জমি কেনায় খরচ হবে ৫১ কোটি টাকা। রেনেটা এই জমিতে কারখানা সম্প্রসারণ করবে।
এদিকে, বুধবার দুপুর ১২টা পর্যন্ত কোম্পানির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ১ হাজার ৩৫৭.৯০ টাকায়।