৫০০ কোটি টাকায় বিক্রি গোলাপি হীরা
স্টাফ রিপোর্টার
হংকংয়ে নিলামে উঠেছিল বহুমূল্যের একটি হীরকখণ্ড। বিশ্বরেকর্ড করে গোলাপি এ হীরা বিক্রি হয়েছে ৪ কোটি ৯৯ লাখ ডলারে। ১১ দশমিক ১৫ ক্যারেটের উইলিয়ামসন পিংক স্টার ডায়মন্ড নামের হীরাটি নিলামে তোলে হংকংয়ের নিলাম সংস্থা সদবি’স। ধারণা করা হয়েছিল, এটি হয়তো ২ কোটি ১০ লাখ ডলারে বিক্রি হবে।
কিন্তু সব ধারণা-পূর্বাভাস ছাড়িয়ে রেকর্ড দামে এটি বিক্রি হয়েছে। হীরা এমনিতেই দামি রত্ন। তার মধ্যেও মূল্যবান ও বিরল হলো গোলাপি হীরা। সময়ের সঙ্গে এর মূল্যমানও বাড়তে থাকে। উইলিয়ামসন পিংক স্টার রত্নটি এখন পর্যন্ত নিলামে ওঠা দ্বিতীয় বৃহত্তম হীরা। স্বভাবতই এটির দাম বেশি। এপি