৪৬২ কোটি টাকায় ৬ বার্থ অপারেটর নিয়োগের প্রস্তাব অনুমোদন
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জিসিবি এলাকায় ৫ বছরের জন্য ৪৬২ কোটি ৫ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে ৬ কোম্পানি থেকে ৬ লটে বার্থ অপারেটর (কনটেইনার) নিয়োগের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।
বুধবার (১৭ আগস্ট) দুপুরে ভার্চুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সংক্রান্ত পৃথক ছয়টি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।
সভা শেষে সাংবাদিকদের বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আবদুল বারিক।
মো. আবদুল বারিক বলেন, সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় ১৬টি প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। ১৬টিই অনুমোদন দেওয়া হয়েছে। সরকারি ক্রয় কমিটির প্রস্তাবনাগুলোর মধ্যে নৌ পরিবহন মন্ত্রণালয়ের ৭টি, শিল্প মন্ত্রণালয়ের ৪টি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ১টি, স্থানীয় সরকার বিভাগের ১টি এবং বাণিজ্য মন্ত্রণালয়ের ৩টি প্রস্তাবনা ছিল।
ক্রয় কমিটির অনুমোদিত প্রস্তাবের মোট অর্থের পরিমাণ ১ হাজার ৮৯৫ কোটি টাকা। মোট অর্থায়নের মধ্যে সরকারি তহবিল থেকে ব্যয় হবে ৫৬৩ কোটি ৪৭ লাখ এবং দেশীয় ব্যাংক, এডিবি ও বিশ্বব্যাংকের ঋণ পাওয়া যাবে ১ হাজার ৬০ কোটি ২৬ লাখ টাকা।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব বলেন, নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে মেসার্স এফ কিউ খাঁন এন্ড ব্রাদার্স লিমিটেডের কাছ থেকে ৭৬ কোটি ৯৫ লাখ ২৮ হাজার ৯৯০ টাকায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জিসিবি এলাকায় লট নং-১ (বার্থ নং-৬)-এ ৫ বছরের জন্য বার্থ অপারেটর (কন্টেইনার) ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। অপর প্রস্তাবে ফজলীসন্স লিমিটেডের কাছ থেকে ৭৬ কোটি ৯০ লাখ ৯৯ হাজার ৮৮৫ টাকায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জিসিবি এলাকায় ৫ বছরের জন্য লট নং-২ (বার্থ নং-৯)-এ বার্থ অপারেটর (কন্টেইনার) ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।
৫ বছরের জন্য ৩ নং লটে মেসার্স বশির আহমেদ অ্যান্ড কোম্পানি লিমিটেডের কাছ থেকে ৭৭ কোটি ৮ লাখ ৩৫ হাজার ৩১৫ টাকায়, ৪ নং লটে মেসার্স এ অ্যান্ড জে ট্রেডার্স-এর কাছ থেকে ৭৭ কোটি ৮৮ হাজার ২৩০ টাকায়, ৫ নং লটে এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেডের কাছ থেকে ৭৭ কোটি ৬ লাখ ৩ হাজার ৯১০ টাকায় এবং ৬ নং লটে এম এইচ চৌধুরী লিমিটেডের কাছ থেকে ৭৭ কোটি ৪ লাখ ৩৪ হাজার ৩৩৫ টাকায় বার্থ অপারেটর (কন্টেইনার) ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষকে (বিআইডব্লিউটিএ) ‘বাংলাদেশ আঞ্চলিক অভ্যন্তরীণ নৌ পরিবহন প্রকল্প-১ (চট্টগ্রাম-ঢাকা-আশুগঞ্জ ও সংযুক্ত নৌপথ খনন এবং টার্মিনালসহ আনুষঙ্গিক স্থাপনাদি নির্মাণ) প্রকল্পে প্যাকেজ নং-S1A (লট-২ এবং ৩) এর আওতায় যৌথভাবে মালয়েশিয়া জেডপিএন, নেদারল্যান্ডসের ডেমাস এবং বাংলাদেশের জেপিজেড কনসাল্টিংকে ৮২ কোটি ২৯ লাখ ২৯ হাজার ৬৯৬ টাকায় প্রকল্পের পরামর্শক হিসেবে নিয়োগের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।